এশিয়া কাপের জন্য প্রাথমিক দলের প্রস্তুতি প্ররবের তৃতীয় দিন শেষ হল আজ বুধবার। সমান তালে ঘাম ঝরাচ্ছেন সবাই। লক্ষ্য সবার মূল দলে জায়গা করে নেয়ার তবে, গণমাধ্যম একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে ঠিকই।
যাকে নিয়ে এত কৌতূহল সবার কিন্তু তাকে দেখলে বোঝা যায় তার চোখে মুখে চিন্তার লেশ মাত্র নাই। তিনি জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
সম্প্রতি স্ত্রীর করা ১০ লাখ টাকার যৌতুকের মামলা তাড়া করে বেড়াচ্ছে তাকে। এ নিয়ে কতটা প্রভাব পড়ছে জাতীয় দলের প্রস্তুতিতে?
-------------------------------------------------------
আরও পড়ুন : এশিয়া কাপে খেলবেন সাকিব
-------------------------------------------------------
উত্তরটা চাওয়া হয় সৌম্য সরকারের কাছে। কেন না, মোসাদ্দেকের উপর নিষেধাজ্ঞা গণমাধ্যমের সঙ্গে কথা বলায়।
সৌম্যর উত্তর কিছুটা সোজাসাপ্টা। তার কথায় বোঝা গেল, এর কোনও প্রভাব পড়ছেনা অনুশীলনে।
‘এটা একান্তই তার ব্যক্তিগত ব্যপার। আমরা সবাই চেষ্টা করছি নেতিবাচক বিষয়গুলো এড়িয়ে যেতে। আমাদের সবার মনোযোগ এখন এশিয়া কাপকে ঘিরে।’
সৌম্য আরও বলেন, হাতে বাকি আছে ১৫ কি ১৬ দিন। আমাদের এই সময়ের ভেতরই তৈরি হতে হবে। সবার লক্ষ্য এখানে ভালো মতো তৈরি করা নিজেদের।
এমআর/ওয়াই