ঢাকাবৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

মৃত্যুদণ্ডের রায় শুনে আবরারের রুমমেটের আর্তনাদ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ , ১১:০৬ এএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় শেষে মিজানুর রহমান মিজান নামে এক আসামি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছিলেন, আমি আবরারের রুমমেট ছিলাম, এটাই আমার অপরাধ। কেন আমার মৃত্যুদণ্ড হবে, আমার কী দোষ?

বিজ্ঞাপন

তথ্যমতে, বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে রায় শেষে যখন এজলাস থেকে কারাগারে নিতে প্রিজন ভ্যানে আসামিদের ওঠানো হচ্ছিল তখন হঠাৎ করেই চিৎকার করে মিজান আরও বলছিলেন,  জজ রায় পড়া শেষে নিজে বলেছেন, মিজানের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়নি। তাহলে কেন আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে? সেখানে সাংবাদিক, আইনজীবীরা ছিলেন, সবাই শুনেছেন আমার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ পায়নি। আমি নির্দোষ ছিলাম, আমি নির্দোষ হবো। 

তিনি আরও বলছিলেন, আমার পরিবারকে দেখার মতো কেউ নেই। কী হবে এখন। আমি পরিবার নিয়ে বাঁচতে চাই। এ সময় আদালত প্রাঙ্গণে প্রত্যেকের চোখের পানি মুছতে দেখা গেছে।

বিজ্ঞাপন

আরএ/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |