গতকাল শনিবার পর্যন্ত আগের এক সপ্তাহে দেশে সংক্রমণ বেড়েছে ১১৫ শতাংশ। একই সময়ে আগের সপ্তাহের তুলনায় মৃত্যু বেড়েছে ১৫ শতাংশ।
রোববার (৯ জানুয়ারি) দুপুর ২টায় দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক নাজমুল ইসলাম।
তিনি জানান, গত এক সপ্তাহে দেশে নতুন করে ৬ হাজার ৩০০ জনের করোনা শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৩ হাজার ৩৭৬ জন বেশি। এ ছাড়া গেল সপ্তাহে করোনায় মারা যান ২৩ জন, যা আগের সপ্তাহের তুলনায় ১৫ শতাংশ বেশি।
নাজমুল ইসলাম বলেন, দেশে ওমিক্রনে আক্রান্তদের অনেকেই সুস্থ আছেন। এ ছাড়া অনেকে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
করোনার চিকিৎসায় দেশের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র তুলে তিনি বলেন, ১১৮টি হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা রয়েছে। এ ছাড়া ঢাকায় কোভিড হাসপাতালে শয্যা সংখ্যা ৪ হাজার ৬১৬টি। তার মধ্যে খালি আছে ৪ হাজার ১৭৯টি।
গত দুই বছরের মতো এ বছরেও সবার সহযোগিতায় করোনাকে মোকাবিলা করে মহামারি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এনএইচ/এসকে