বিআইডব্লিউটিসিতে নতুন চেয়ারম্যান, দুই সংস্থায় নতুন ডিজি

আরটিভি নিউজ

সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ , ১০:৪২ পিএম


বিআইডব্লিউটিসিতে নতুন চেয়ারম্যান, দুই সংস্থায় নতুন ডিজি
ফাইল ছবি

এ কে এম মতিউর রহমানকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান, মো. তরিকুল আলমকে শ্রম অধিদপ্তর এবং আনোয়ারুল ইসলামকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, এ কে এম মতিউর রহমান নৌপরিবহন মন্ত্রণালয়ে, মো. তরিকুল আলম বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এবং মু. আনোয়ারুল ইসলাম শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব পদে কর্মরত আছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেছা করিমকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব) খালিদ আহমেদকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে, অর্থ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আলতাফ-উল-আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে, জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহীদুল ইসলামকে নৌপরিবহন মন্ত্রণালয়ে এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. আজিজ তাহের খানকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission