ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

আর্টিলারি রেজিমেন্ট ও মেডিকেল কোর রিক্রুট ব্যাচের ‘সেনাবাহিনী প্রধান’ কুচকাওয়াজ 

আরটিভি নিউজ

বুধবার, ০৬ নভেম্বর ২০২৪ , ০৬:২৯ পিএম


loading/img

বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি মেডিকেল কোরের রিক্রুট ব্যাচ-২০২৪ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) যথাক্রমে চট্টগ্রামস্থ হালিশহরের আর্টিলারি সেন্টার এন্ড স্কুল (এসিএন্ডএস) ও টাঙ্গাইলস্থ ঘাটাইলের আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুল (এএমসিসিএন্ডএস) এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

এসিএন্ডএসের অনুষ্ঠানে বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং এএমসিসিএন্ডএসের অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

এই নান্দনিক ও চৌকস প্যারেডের মাধ্যমে  আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি মেডিকেল কোরের সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলো। 

বিজ্ঞাপন

অনুষ্ঠান দুটোয় সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, জেসিও, অন্যান্য পদবীর সৈনিক ও আমন্ত্রিত অতিথিরা এবং প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটগণের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |