বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অনুপ্রেরণা দেন বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। আজ রোববার নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের পর প্রিয়াঙ্কা এ মন্তব্য করেন। তিনি বলেন, নিজের বিশ্বাসের জন্য সাহসের সঙ্গে লড়াই এবং অধ্যবসায়ের বৈশিষ্ট্য আছে শেখ হাসিনার।
কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী, আনন্দ শর্মাসহ দলটির শীর্ষ নেতাদের সঙ্গে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ছাড়াও আরও অনেক নেতার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করেন শেখ হাসিনা।
ওই আলোচনারই এক ফাঁকে পরস্পরকে জড়িয়ে ধরেন শেখ হাসিনা ও প্রিয়াঙ্কা গান্ধী। পরে সেই ছবি টুইটারে প্রকাশ করে প্রিয়াঙ্কা লিখেন, শেখ হাসিনাজীর কাছ থেকে বহুদিনের পাওনা একটা আলিঙ্গন পেলাম। অনেকদিন ধরেই তার সঙ্গে দেখা হওয়ার জন্য মুখিয়ে ছিলাম। অপূরণীয়, গভীর ব্যক্তিগত ক্ষতি, কষ্ট সামলে এগিয়ে চলতে তার শক্তি, নিজের বিশ্বাসে সাহস, অধ্যবসায়ের সঙ্গে লড়াই আমাকে সবসময় বিরাট অনুপ্রেরণা দেবে।
চারদিনের সফরে ভারত থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতোমধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঢাকা-নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে বৈঠক করেছেন। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ফাঁকে অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ বিজনেস ফোরামেও হাজির হন শেখ হাসিনা। সেখানে তিনি বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় স্থান উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগ করতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
এ