• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

রাজধানীতে পাঁচ কোটি টাকার জাল স্ট্যাম্প ও ডলারসহ গ্রেপ্তার ২

আরটিভি নিউজ

  ২৮ আগস্ট ২০২০, ১৯:৩৪
Arrested in the capital with fake stamps and dollars worth Tk 5 crore
উদ্ধার করা জাল স্ট্যাম্প, ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচা ও যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডলার ও টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. আলফাজ উদ্দিন (৬০) ও মো. মাসুদ (৫০)। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এস এম শামীম গণমাধ্যমকে বলেন, ‘বৃহস্পতিবার (২৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সেগুনবাগিচাসহ রাজধানীর বিভিন্ন স্থানে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প, ডলার ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।’

সহকারী কমিশনার আরো বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনের নিচতলায় ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সামনে থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ আলফাজকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে এই চক্রের মাস্টারমাইন্ড মাসুদকে যাত্রাবাড়ি বিবির বাগিচার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওই বাসায় জাল স্ট্যাম্প, ডলার ও টাকা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।’

পুলিশ আরো জানায়, তারা দীর্ঘদিন ধরে এই জাল স্ট্যাম্প বিক্রি করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। এই চক্রের হোতা মাসুদ এর আগেও গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তি পেয়ে ফের একই কাজ শুরু করে।
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারীর মোবাইল ছিনতাই, দৌড়ে ধরলেন ডিসি
রাজধানীতে ১৬ ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর যেসব সড়ক আজ বন্ধ থাকবে
রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার