ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

বঙ্গবন্ধুর পলাতক খুনিদেরও বাংলায় ফাঁসি কার্যকর করা হবে: আইনমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১২ এপ্রিল ২০২০ , ০৬:২৬ পিএম


loading/img
আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি।

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক ৫ খুনিকে বাংলাদেশের মাটিতে এনে সর্বোচ্চ আদালতের দেওয়া ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিজ্ঞাপন

রোববার (১২ এপ্রিল) গুলশানের আবাসিক অফিস থেকে ভিডিও বার্তায় এই মন্তব্য করেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু হত্যা মামলায় কারাবন্দী পাঁচ আসামির ফাঁসি কার্যকরের পর আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পলাতক এসব আসামিদের ধরে এনে এই রায় কার্যকর করা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা একজনকে এনে ফাঁসির রায় কার্যকর করতে পেরেছি, সেটা অনেক স্বস্তির বিষয়। জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বঙ্গবন্ধুর যারা খুনি তাদের এনে এই রায় কার্যকর করবো।

বিজ্ঞাপন

আনিসুল হক আরও বলেন, আমাদের কাজ এখনো শেষ হয়নি। আমরা ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদের ফাঁসি কার্যকরের মাধ্যমে এই প্রতিশ্রুতির কিছুটা হলেও পালন করেছি। আর যারা বাকি আছে তাদেরকে ধরে এনে এই রায় কার্যকর করার পরে এই মামলার রায়ের বাস্তবায়ন সম্পূর্ণ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আমরা সেই প্রতিশ্রুতি আবারও পুনর্ব্যক্ত করছি যে, বঙ্গবন্ধুর খুনিদের আমরা বাংলার মাটিতে এনে আমাদের সর্বোচ্চ আদালতের দেওয়া রায় কার্যকর করবো।

 

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |