ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ভিডিও করার সময় ট্রেনের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

আরটিভি নিউজ

শনিবার, ১১ মে ২০২৪ , ০৪:০৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

রাজধানীতে রেললাইনে চলন্ত ট্রেনের ভিডিও করার সময় অপর লাইন দিয়ে আসো আরেকটি ট্রেনের ধাক্কায় ফয়সাল (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (১০ মে) দিবাগত রাতে কুড়িল বিশ্বরোড রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কুড়িল বিশ্বরোড রেললাইন এলাকায় চলন্ত একটি ট্রেনের ভিডিও করার সময় অপরলাইন দিয়ে আরেকটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় ফয়সাল। সে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

বিজ্ঞাপন

শনিবার (১১ মে) দুপুরে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানুমং মারমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শিক্ষার্থীর বাবা শামিমুল হুদার আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া ফয়সালের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহত ফয়সাল পরিবারের সঙ্গে ক্যান্টনমেন্ট মানিকদী এলাকায় থাকতো। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |