মা-মেয়েকে এসিডে ঝলসে স্বর্ণালঙ্কার ছিনতাই
রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় এক মা ও তার শিশু মেয়েকে এসিডে ঝলসে দিয়ে স্বর্ণালঙ্কার ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ঘটনাটি ঘটেছে। এসিডে দগ্ধ ওই মা ও মেয়েকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের নাম সাথী রানী হালদার (৩৬) ও বিজু হালদার (২) বলে জানা গেছে।
এসিডে দগ্ধ সাথীর দেবর অশ্বিনী হালদার জানান, আমার ভাই জয় কুমার একটি পোশাক কারখানায় চাকরি করেন। সকালের দিকে আমার ভাবি আমার ভাতিজি বিজুকে নিয়ে চুল কাটাতে যায়। ভাতিজির চুল কাটিয়ে বাসায় ফেরার পথে বাসার সামনেই ছিনতাইকারীরা আমার ভাবির গলার চেইন টান দিলে তিনি চিৎকার দেন। ওই সময় তারা আমার ভাবির ওপর এসিড নিক্ষেপ করলে আমার ভাতিজির শরীরে এসেও লাগে। পরে আমরা খবর পেয়ে দুজনকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, এসিডে শিশু বিজুর ১৫ শতাংশ ও মা সাথী রানীর ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনকে ভর্তি নেওয়া হয়েছে।
আরটিভি/এসএইচএম
মন্তব্য করুন