• ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১
logo

হাসপাতালের বহির্বিভাগের পাশেই পড়েছিল বৃদ্ধের মরদেহ

আরটিভি নিউজ

  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০২
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের গেটের পাশ থেকে আনুমানিক বয়স ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন, আজ সকালের দিকে বহির্বিভাগের (শহীদ মিনারের পাশে) গেটের পাশে অচেতন অবস্থায় ওই বৃদ্ধ পড়েছিলেন। পরে তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে বৃদ্ধের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

তিনি বলেন, হাসপাতালের জরুরি বিভাগের মর্গে মরদেহ রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

আরটিভি/আইএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বকশীগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত
রিংয়ে ঝুলে কি লম্বা হওয়া যায়
যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, ২৮ মরদেহ উদ্ধার
হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে গেল স্বজনরা