ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

কোটি টাকা আত্মসাৎ, বিমানবন্দর থেকে মূল আসামি শুভ গ্রেপ্তার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ০৫:৫৮ পিএম


loading/img
সংগৃহীত ছবি

প্রায় দুই কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাউফুন আলম চৌধুরী ওরফে শুভ (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মার্চ) অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

এর আগে রোববার (১৬ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুভকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে জসীম উদ্দিন খান বলেন, পল্টন থানায় দায়ের করা প্রতারণা মামলায় প্রায় দুই কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাউফুন আলম চৌধুরী ওরফে শুভকে গ্রেপ্তার করেছে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি রাউফুন আলম চৌধুরী ভুক্তভোগীর কাছ থেকে নগদ ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দুই কোটি ৬৮ লাখ টাকা ঋণ হিসেবে নেন এবং সেই টাকার বিপরীতে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি চুক্তিপত্র এবং ইস্টার্ন ব্যাংকের ৬টি চেক প্রদান করেন।

এরপর টাকাগুলো ফেরত না দিয়ে দুবাই পালিয়ে যান তিনি। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৬ মার্চ বাংলাদেশে ফেরার সময় তাকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |