ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ইয়াবা নিয়ে সংবাদ প্রকাশ করায় কক্সবাজারে পত্রিকা অফিস ভাংচুর

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৫ আগস্ট ২০২০ , ১১:৩৬ এএম


loading/img
ছবি সংগৃহীত

ইয়াবা সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে কক্সবাজার থেকে প্রকাশিত ‘দৈনিক কক্সবাজার ৭১’ পত্রিকা অফিসে দুর্বৃত্তরা হামলা ও ভাংচুর চালিয়েছে।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার বিকেল তিনটার দিকে কক্সবাজার শহরের শহীদ সরণী রোডস্থ পত্রিকা অফিসে এই হামলা চালায় বলে জানান পত্রিকাটির প্রকাশক ও প্রধান সম্পাদক মো. বেলাল উদ্দিন।

তিনি বলেন, জনৈক নান্নুর নেতৃত্বে ৩-৪জন দুর্বৃত্ত হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে অতর্কিত পত্রিকা অফিসের ল্যাপটপ, টেলিভিশন, কাঁচের দরজা, চেয়ার, টেবিল এবং অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। হামলার ঘটনা পত্রিকা অফিসের সিসি ক্যামেরায় সংরক্ষিত রয়েছে। এর কয়েক দিন আগে থেকে শহরের মাঝিরঘাটে এক কোটি ইয়াবা লুঠের বিষয়ে  এই পত্রিকায় ধারাবাহিক সংবাদ প্রকাশ করে।

বিজ্ঞাপন

এই সংবাদের জেরে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। হামলার পর কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ এবং কর্মরত সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহাজাহান কবির বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |