কক্সবাজারে এক ‘মানসিক ভারসাম্যহীন’ এক তরুণী সড়কেই সন্তান প্রসব করেছেন। পরে খবর পেয়ে পুলিশ এসে ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যায়।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, মানসিক ভারসাম্যহীন ওই তরুণী প্রসব বেদনায় কাতরাছিলেন। এক পর্যায়ে সন্তান প্রসব হলে লোকজন থানায় খবর দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে সদর মডেল থানার পুলিশ। সদর থানার এক কনস্টেবল অন্যান্য সহকর্মীদের সাথে নিজ হাতে প্রসবকালীন সময়ে বাচ্চাটি হাতে তুলে প্রসূতি মায়ের সেবা দেন। পরে নবজাতকসহ মাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
সদর থানা পুলিশের ওসি খায়রুজ্জামান বলেন, খবর পাওয়ার পর পর সহযোগিতার জন্য কোনও নারীকে না পাওয়ায় পুলিশ সদস্যরা মা ও নবজাতককে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়। দেখে মনে হয়েছে, ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
এসএস