• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

আরও একটি স্কুল পদ্মায় বিলীন (ভিডিও)

আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২০, ১২:১৯

পদ্মা নদীর গ্রাসে শিবচরের চরাঞ্চলের আরও একটি দ্বিতল স্কুল ভবন নদীতে বিলীন হয়েছে। এছাড়া একটি কমিউনিটি ক্লিনিক, বন্দরখোলা ইউনিয়ন পরিষদ ও কাজীরসুরা বাজারের অর্ধ শতাধিক দোকানপাটসহ বিস্তীর্ণ জনপদ ভয়াবহ ভাঙন ঝুঁকিতে রয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিক বন্দরখোলা ইউনিয়নের কাজীরসুরা ২৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন কাম সাইক্লোন শেল্টারটি নদীগর্ভে বিলীন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ দিন ধরে পদ্মায় ফের পানি বাড়ছে। এতে শিবচরের পদ্মা তীরবর্তী চরাঞ্চলের ৩ ইউনিয়নে আবারও নদীভাঙন বেড়েছে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ডাম্পিং চালাচ্ছে। কিন্তু মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিক ভাঙন ভয়াবহ রূপ নেয়। এতে কাজীরসুরা ২৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন কাম সাইক্লোন শেল্টারটি পদ্মায় বিলীন হয়।

২৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, মঙ্গলবার রাতে স্কুল ভবনটি নদীতে বিলীন হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হবে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
পদ্মা নদী থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
এক বোয়াল ৫২ হাজারে বিক্রি
পদ্মা নদীর বালুঘাট দখলে নিতে তাণ্ডব, গুলি ও ককটেল নিক্ষেপ