• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

এক বোয়াল ৫২ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:০৩
এক বোয়াল ৫২ হাজারে বিক্রি
ছবি : আরটিভি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ। পরে মাছটি ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে পদ্মা নদীতে জেলে কালাম হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি নিলামে বিক্রি হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্তি দায়িত্ব) হালিমা সরদার।

তিনি বলেন, নদীতে পানি কমে যাওয়ার কারণে জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো ভালো দামে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে।

জানা গেছে, জেলে কালাম হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকায় নিয়ে এলে মাছটিকে এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে আড়তে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় কিনে নেন চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, কালাম হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া নিয়ে এলে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় কিনে নিই। পরে একজন ক্রেতার কাছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা নদীর বালুঘাট দখলে নিতে তাণ্ডব, গুলি ও ককটেল নিক্ষেপ
রাজবাড়ী ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
পদ্মা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
জলাতঙ্কের টিকা নেই রাজবাড়ী সদর হাসপাতালে, ভোগান্তি চরমে