কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এনিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৩২ জনে।
সবশেষ রিপোর্টে নাঙ্গলকোটে একজনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৭৩ জন হলো।
এছাড়া ২৪ ঘণ্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ১৯ জন, লাকসামে ৪ জন ও নাঙ্গলকোটে ১ জন রয়েছেন। রিপোর্টে ১২ জনকে সুস্থ দেখানো হয়েছে। সুস্থরা সিটি করপোরেশনের ১০ জন, নাঙ্গলকোটের ২ জন।
কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য জানান।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৩১ হাজার ২৯৫ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৩০ হাজার ৫৭১ জনের। এর মধ্যে ৬ হাজার ৭৩২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবত মারা গেছে মোট ১৭৩ জন এবং সুস্থ হয়েছে ৫ হাজার ১৮৬ জন।
এসএস