ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০ , ০১:১২ পিএম


loading/img

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় হত্যা মামলার  প্রধান আসামি শিহাব আহমেদ জিহাদ গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) মামলার জিহাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

গেল ২৬ জুন জেলা ছাত্রলীগ আয়োজিত প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মরণসভা ও দোয়া মাহফিলে যাওয়ার পথে জেলা শহরের বাজার স্টেশন এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দ সরকারি হাজী কোরপ আলী ডিগ্রী কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়কে কুপিয়ে জখম করা হয়।

বিজ্ঞাপন

এই ঘটনায় ৯ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন বিজয়। মৃত্যুর আগে হামলার ঘটনায় তার বড় ভাই রুবেল বাদী হয়ে ১০ থেকে ১২ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। আর বিজয়ের মৃত্যুর পর ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

এদিকে গেল ৩১ আগস্ট গভীর রাতে এই মামলার আরেক আসামি জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আল-আমিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

এম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |