• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:১২

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় হত্যা মামলার প্রধান আসামি শিহাব আহমেদ জিহাদ গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) মামলার জিহাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গেল ২৬ জুন জেলা ছাত্রলীগ আয়োজিত প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মরণসভা ও দোয়া মাহফিলে যাওয়ার পথে জেলা শহরের বাজার স্টেশন এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দ সরকারি হাজী কোরপ আলী ডিগ্রী কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়কে কুপিয়ে জখম করা হয়।

এই ঘটনায় ৯ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন বিজয়। মৃত্যুর আগে হামলার ঘটনায় তার বড় ভাই রুবেল বাদী হয়ে ১০ থেকে ১২ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। আর বিজয়ের মৃত্যুর পর ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

এদিকে গেল ৩১ আগস্ট গভীর রাতে এই মামলার আরেক আসামি জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আল-আমিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ বছর পর কারামুক্ত ১৬৮ বিডিআর সদস্য
শনির আখড়ায় গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
নবজাতককে নদীতে ফেলে হত্যা, সেই মায়ের বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জে ১৫ পুলিশ হত্যা: সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি