ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

চোখের জলে প্রিয়জনের শেষ বিদায়

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ , ১১:৪৮ পিএম


loading/img
নারায়ণগঞ্জে নিহতের স্বজনদের কান্না

নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। চোখের জলে প্রিয়জনদের শেষ বিদায় জানিয়েছেন স্বজনরা।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত ১২ জনের মরদেহ নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। একে একে সবার মরদেহ মাঠে রাখা হয়। রাত ১০টা পর্যন্ত এক শিশুসহ ১০ জনের জানাজা শেষ হয়েছে। জানাজা শেষে তাদের দাফন করা হয়। এসময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। তারপর চোখের জলে প্রিয়জনদের দাফন করেন স্বজনরা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক নিহতদের মরদেহ গ্রহণ করেন। এরপর জানাজা শেষে মরদেহগুলো তিনি পরিবারের কাছে হস্তান্তর করেন। এ সময় নিহতদের পরিবারের সদস্যদের হাতে ২০ হাজার করে টাকা দেয়া হয়।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে শনিবার রাত পর্যন্ত শিশুসহ ২১ জনের মৃত্যু হয়েছে। একসঙ্গে এতগুলো মানুষ মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের মৃত্যুতে পুরো এলাকায় কালো পতাকা উত্তোলন করা হয়েছে। একইসঙ্গে শনিবার এলাকার সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: বিস্ফোরণের ঘটনায় প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা: বিদ্যুৎপ্রতিমন্ত্রী

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |