সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যাকাণ্ডের প্রধান আসামি মিজানুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার দুপুরে পুলিশি কড়া নিরাপত্তায় নীলা হত্যাকাণ্ডের প্রধান আসামি মিজানুরকে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে পাঠানো হয়েছিল।
এর আগে বেলা ১২টার দিকে সাভার মডেল থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে অংশ নেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।
এ সময় তিনি বলেন, আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার যৌথ প্রচেষ্টায় প্রধান আসামি মিজানুর রহমানসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মিজানুরের বাবা আব্দুর রহমান, তার মা নাজমুন নাহার ও সহযোগী সেলিম পালোয়ান রয়েছেন।
সবশেষ গত রাতে রাজফুলবাড়িয়া এলাকা থেকে পলাতক মিজানুরকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে ছুরিসহ বিভিন্ন আলামত। রিমান্ড শেষে এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়া যাবে বলেও জানান তিনি।
তবে গতকাল শুক্রবার রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে মিজানুরের সঙ্গে সাকিব ও জয় নামে আরও দুই জনকে গ্রেপ্তারের বিষয়টি সংবাদ মাধ্যমকে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম নিশ্চিত করলেও পুলিশ সুপার এ ব্যাপারে কৌশলগত কারণে কিছু বলেননি।
জেবি