ডিজিটাল যুগে উন্নত হয়েছে বাংলাদেশে বলা যায়। এই যুগে কোনও কিছুই পিছিয়ে নেই। আর ডিজিটাল যুগকে কাজে লাগিয়ে বিভিন্ন অনুষ্ঠানের দাওয়াত পেতে ফকিরের এক সভাপতি আজব কাণ্ড ঘটিয়েছেন! বিভিন্ন স্থানে হরেক রকম পোস্টার চোখে পড়লেও এর মধ্যে একটা বা দুটো ভিন্ন খবরের পোস্টার রয়েই যায়। যা অল্পতেই সকলের চোখের সামনে চলে আসে।
দেশের উত্তরে প্রান্তিক জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ফকির দাওয়াত সহ কুল ও দোয়ার দাওয়াত পেতো এক সভাপতি গাছে গাছে দাওয়াত পেতে পোস্টারিং করেছে
আজ সোমবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের দেবনগর ও মাগুর মারি চৌরাস্তা বাজার এর বিভিন্ন গাছের এমন পোস্টার এর চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে ওই এলাকার বেশ কিছু গাছে পেরেক দিয়ে টাঙানো রয়েছে পোস্টার। এক গাছের কাছে গিয়ে দেখা গেছে গিয়াস উদ্দিন ফকির নামে এক ফকির নিজেকে সাত নম্বর দেবনগড় ইউনিয়নের ফকিরের সভাপতি দাবি করে দাওয়াত পেতে নিজের ফোন নম্বর ও ঠিকানা দিয়ে গাছে গাছে এমন পোস্টারিং করেছেন।
পোস্টারসমূহ লিখা রয়েছে 'এখন থেকে ফকির দাওয়াত, কুল ও দোয়া কালামের জন্য ফকিরের প্রয়োজন হলে যোগাযোগ করুন দেবনগর ইউনিয়নের ফকির সভাপতি গিয়াস উদ্দিন ফকিরের সাথে। ঠিকানা দেওয়া হয়েছে মাগুড়মারী চৌরাস্তা বাজারের বটতলা।
এ বিষয়ে ফকির গিয়াস উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অনেক সময় অনেকেই আমাদের খোঁজ পায় না। যার কারণে দেবনগর ইউনিয়নে আমরা প্রায় তিন মাস ধরে এই পোস্টারের ব্যবস্থা করেছি। এ পোস্টের মাধ্যমে মোটামুটি ভালো সাড়া পাচ্ছি। যদি কারো ফকির দাওয়াত, কুল ও দোয়া কালাম হয়ে থাকে তারা আমাদের ফোন দেয় তখন আমরা দুই থেকে তিনজন তাদের বাড়িতে চলে যাই। আর আমরা তাদের বাড়িতে দাওয়াতে গেলে বাড়িতে গেলে সেখানে সারাদিন সময় দেওয়া হয়। আমরা জন প্রতি তিনশ’ করে টাকা নিয়ে থাকি। তবে ধনী পরিবারের কারো দাওয়াত হয়ে থাকলে তারা পাঁচশ’ থেকে থেকে একটু বেশি দিয়ে থাকে আর যায় পাই তা দিয়ে আমরা আমাদের সংসার চালাই।
আরও পড়ুন:
বাগেরহাটে শিশু ধর্ষণকারীর যাবজ্জীবন কারাদণ্ড
কুমিল্লায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার ৪
ধর্ষণে ব্যর্থ হয়ে হাসিলা বেওয়াকে হত্যা
জেবি