• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

খুলনা মাউশির উপ-পরিচালকের স্বামীকে গলা কেটে হত্যা

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২০, ০৮:৩৪
অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষককে গলা কেটে হত্যা
ফাইল ছবি

নড়াইলের সদর থানার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে একটি বেসরকারি কলেজের অরুণ কুমার রায় নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনাটির খবর পায় পুলিশ।

নিহত অরুণ রায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রাণী পাঠকের স্বামী। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায় সদর থানার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে একা বসবাস করতেন। তার স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে চাকরির কারণে জেলার বাইরে অবস্থান করেন। তারা মাঝে মাঝে ছুটিতে বাড়ি আসতেন। শুক্রবার সারাদিন থেকে অরুণ রায়ের কোনও সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যার পর নিভা রাণী পাঠক ও তার ছেলে ইন্দ্রজিৎ রায় বাড়িতে এসে মই বেয়ে দ্বিতল ভবনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে চেয়ারের ওপর গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন।

সদর থানার তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ বলেন, বাড়িতে অরুণ রায় একাই থাকতেন। আর কেউ থাকতো না।

এ বিষয়ে সদর থানার ওসি ইলিয়াছ হোসেন বলেন, অরুণ রায়ের হত্যার বিষয়টি পুলিশ বিভাগ শুক্রবার সন্ধ্যার পর জানতে পেরেছে। হত্যার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শনির আখড়ায় গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
নবজাতককে নদীতে ফেলে হত্যা, সেই মায়ের বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জে ১৫ পুলিশ হত্যা: সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
হত্যা মামলায় সাবেক মেয়র হাবিবুর গ্রেপ্তার