গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়লার স্তূপে বাক্সের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের সালনার ইপসা গেইটের সামনের ময়লার স্তূপ থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার দুপুরে হঠাৎ ময়লার স্তূপের ভেতর কার্টুনে মেয়ে নবজাতকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়া হয়।
জিএমপির সদর থানার (ওসি তদন্ত) রাসিউল করিম আরটিভি নিউজকে জানান, দুপুরে ইপসা গেইটের ময়লার স্তূপে একটি বাক্সে এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। মেয়ে নবজাতকটি আজ ভূমিষ্ঠ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান।
জেবি