ঢাকাশুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বাঘাইড় দেখতে বাজারে ভিড়

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০ , ০৮:৫৮ পিএম


loading/img
ছবি সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল পৌর মাছ বাজারে হঠাৎই মানুষের ভিড়। কারণ অনুসন্ধান করে দেখা গেছে বাজারে ওঠেছে ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। আর এই মাছটি দেখতেই উৎসুক জনতা বাজারে উপচে পড়েছে। অনেকেই আবার মাছটির সামনে গিয়ে তুলেছেন। মাছটির দাম হাঁকা হয়েছে এক লাখ টাকা।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার নান্দাইল পৌর মাছ বাজারে বাঘাইড় মাছটি আনা হয়। মাছটি হাওর এলাকা থেকে কিনে এনেছেন নান্দাইল চৌরাস্তার আড়তদার মোস্তফা।

এ বিষয়ে মোস্তফা বলেন, মাছটি বাজারে আনার পর ক্রেতার চেয়ে উৎসুক মানুষ বেশি ভিড় করেছে। এখন পর্যন্ত মাছটি ৬০ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে। তবে বিক্রি করিনি। আর কিছু দাম উঠিলেই বিক্রি করে দেব।

বিজ্ঞাপন

মাছটি কেটে কেজি দরে বিক্রির জন্য চাপ দিচ্ছেন অনেকেই। উপযুক্ত দামে কেনার মতো ক্রেতা পাওয়া না গেলে কেজি দরে বিক্রি করবেন বলেও জানান তিনি।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |