ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

চুমু দেয়ায় ছক্কুকে কঞ্চি দিয়ে আঘাত করাই ছিলো মাইশার অপরাধ

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ , ০৩:২২ পিএম


loading/img
আরটিভি নিউজ

রংপুরে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে মাইশা আক্তার (৪) নামে  এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায়  একজনকে গ্রেপ্তার করেছে পিবিআই পুলিশ।

বিজ্ঞাপন

গতকাল বুধবার নগরীর কেরানীপাড়া এলাকা থেকে জহুরুল হক রানা  ওরফে ছক্কু (৪৫) নামের অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার এবিএম জাকির হোসেন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

পিবিআই পুলিশ সুপার আরও জানান, শিশুটির পরিবার ও অভিযুক্ত জহুরুল হক রানা ওরফে ছক্কু প্রতিবেশী। মাইশা তাকে দাদু বলে ডাকতো। ছক্কুর স্ত্রী ও কন্যা তার শ্বশুরবাড়িতে থাকতো। বাড়িতে একা থাকতেন ছক্কু।

বিজ্ঞাপন

ঘটনার দিন গেলো সোমবার দুপুর ১২টার দিকে ছক্কু মাইশাকে মোয়া কেনার জন্য দুই টাকা দেন। শিশু মাইশা মোয়া কিনে আনলে ছক্কু কৌশলে তাকে বাড়ির ভেতর নিয়ে যায় এবং কয়েকবার চুমু দেয়। এসময় মাইশা পাশে পাওয়া বাঁশের কঞ্চি দিয়ে ছক্কুকে আঘাত করলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে সজোরে ধাক্কা দেন। এতে বাঁশের সঙ্গে বুকে ধাক্কা লেগে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে মাইশা।

এরপর বস্তায় তার মরদেহ ভরিয়ে বাড়িতে লুকিয়ে রাখেন। পরে রাত ১১ টার দিকে মাইশার মরদেহ প্রতিবশী মতিন ও শাহিনের ডোবায় ফেলে আত্মগোপনে চলে যান ছক্কু। মঙ্গলবার সকালে ওই ডোবার কিনারে মাইশার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

মাইশা রংপুর নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি সরকারপাড়া গ্রামের  গ্রিল মিস্ত্রী মনোয়ার হোসেনের মেয়ে। এ ঘটনায় মনোয়ার হোসেন বাদী হয় ওইদিনই মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রংপুর পিবিআই স্ব উদ্যোগে ওই মামলার তদন্তভার গ্রহণ করে। তদন্তের একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত জহুরুল হক রানা ওরফে ছক্কুকে  নগরীর কেরানীপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

পরে তাকে আদালতে হাজির করা হলে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রসঙ্গত, সোমবার  দুপুর থেকে নিখোঁজ হয় মাইশা। সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে না পাওয়ায় রাতে মাইকিং করা হয়। পরেরদিন মঙ্গলবার সকালে ওই ডোবা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |