পটুয়াখালীর গ্রাম থেকে ৬ মেছো বাঘের শাবক উদ্ধার

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

শনিবার, ২৩ জানুয়ারি ২০২১ , ১০:১৮ পিএম


6 fish tiger cubs rescued from Patuakhali village
পটুয়াখালীর গ্রাম থেকে ৬ মেছো বাঘের শাবক উদ্ধার

পটুয়াখালীর বাউফলে ৬টি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি গ্রামের নজরুল তালুকদারের একটি পরিত্যক্ত ঘর থেকে মেছো বাঘের এই শাবক ৬টি উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

নজরুল তালুকদার জানান, শনিবার সকাল ১০টার দিকে তাঁর পরিত্যক্ত ঘরে পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে মেছো বাঘের ৬টি শাবক দেখতে পান। এরপর স্থানীয় কয়েকজন লোক ডেকে এনে শাবক ৬টি উদ্ধার করা হয়। বর্তমানে শাবক ৬টি নজরুল তালুকদারের হেফাজতে রয়েছে। 

পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বাঘের বাচ্চাগুলো উদ্ধারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। 
পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission