ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

কনের গাড়িতে সাবেক প্রেমিকের হামলা

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১ , ০৯:৫৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বরযাত্রীবাহী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বর ও বরের মা’সহ এক মামা। অভিযান চালিয়ে দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে বরযাত্রীবাহী গাড়ি শম্ভুগঞ্জ-নেত্রকোনা সড়কের মোদারপুর এলাকায় যেতেই গাড়ির গতিরোধ করে হামলা করে মিনহাজ মিয়া নামের এক যুবক। 

হামলায় আহত হন বর রেদোয়ান হুদা আজাদ, তার মা মাহমুদা বেগম ও মামা আজি জাহান। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকার বাসিন্দা রেদোয়ান হুদা আজাদ। তিনি আনন্দমোহন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক। তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারাকান্দা উপজেলার দয়ারামপুর গ্রামের সুরাইয়া ইয়াসমিন রত্নার। প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে শনিবার প্রেমিক রেদোয়ানের বাড়িতে অবস্থান নেন রত্না। সেদিন পারিবারিক ভাবে বিয়ে সম্পন্ন হলেও বুধবার আনুষ্ঠানিক ভাবে বউ তুলে আনার কথা ছিল। দুপুরে বরযাত্রীবাহী গাড়ি শম্ভুগঞ্জ-নেত্রকোনা সড়কের মোদারপুর এলাকায় যেতেই গাড়ির গতিরোধ করে হামলা চালান মিনহাজ মিয়া নামের এক যুবক। মিনহাজের সঙ্গে নববধূ রত্নার আগে প্রেমের সম্পর্ক ছিল। তিনিও আনন্দমোহন সরকারি কলেজের ছাত্র। হামলায় আহত হন বর রেদোয়ান হুদা আজাদ, তার মা মাহমুদা বেগম ও মামা আজি জাহান।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, বরযাত্রীবাহী গাড়িতে হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আরও অভিযান চলছে।

আরও পড়ুন...
বোনের বাড়িতে এসে ভাসুরের ধর্ষণের শিকার এতিম কিশোরী

বিজ্ঞাপন

জিএম/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |