ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

দুই ছাত্রকে বলাৎকারের পর খুন করার হুমকি দিলেন শিক্ষক

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, আরটিভি নিউজ

সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১ , ০৬:৫৩ পিএম


loading/img
ছবি সংগৃহীত

মানিকগঞ্জে সিংগাইরে একটি মাদরাসার দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদরাসার শিক্ষককে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন জাহান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত শিক্ষক কাউছার আহমেদের বাড়ি পটুয়াখালী জেলায়। তিনি দুই মাস আগে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের ওই মাদরাসায় যোগদান করেন।

বিজ্ঞাপন

কোর্ট ইন্সপেক্টর হাবিবুল্লাহ সরকার বলেন, ভুক্তভুগী দুই ছাত্রের পক্ষে এক ছাত্রের বাবা গতকাল রোববার রাতে সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধনী) ২০০৩ এর ৯(১) ধারায় ওই শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। আজ সোমবার বিকেলে আদালতে ভুক্তভুগীরা ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। অভিযুক্ত শিক্ষককে আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।

অভিযোগকারী ওই অভিভাবক বলেন, আমার ছেলে ওই আবাসিক মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র। গত মাসের ২৮ তারিখ রাত নয়টার দিকে তাকে এবং ২১ তারিখ দিনগত রাত চারটার দিকে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক ছাত্রকে বলাৎকার করে। কাউকে জানালে খুন করার হুমকি দেওয়ায় তারা ওই সময় এই ঘটনা কাউকে জানায়নি।

ঘটনার পর থেকে তারা মাদরাসা থেকে বাড়িতে ফিরে যাওয়ার কারণ জানতে চাইলে আজ সোমবার বলাৎকারের বিষয়টি জানা যায়। পরে এলাকাবাসী ওই মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞেস করলে সে তার অপরাধ স্বীকার করে। পরে তাকে বায়রা ইউনিয়ন পরিষদে নেওয়া হলে চেয়ারম্যান পুলিশকে অবহিত করেন।

বিজ্ঞাপন

এরপর পুলিশ এসে ওই শিক্ষক ও ভুক্তভুগী দুই ছাত্রকে থানায় নিয়ে যান। সেখানে রাত্রীযাপনের পর আজ অভিযুক্ত শিক্ষক ও দুই ছাত্রকে মানিকগঞ্জ আদালতে পাঠিয়ে দেয়। বিচারক অভিযুক্ত শিক্ষককে আদালতে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভুগী দুই ছাত্রকে আমার কাছে দেওয়ার নির্দেশ দেন।’

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |