নওগাঁর মান্দা উপজেলায় সিআইজি সদস্যদের মধ্যে খামার যান্ত্রিকীকরণ ও উৎপাদিত পণ্য বাজারজাতকরণ উপকরণ বিতরণ করা হয়েছে।
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (ফেজ-২ প্রজেক্ট) এর কৃষি উদ্ভাবনী তহবিল- ২ ( এ আই এফ-২ ) এর ম্যাচিং গ্রান্ড কার্যক্রমের আওতায় বুধবার বেলা ১২টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তরের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অভিমুন্য চন্দ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ডেইরি খামারি অ্যাসোসিয়েশন মান্দা শাখার সভাপতি চন্দন কুমার মৈত্র, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মুবিন ও উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দেওয়ান ওয়ালি হোসেন পিন্টু।
আলোচনা সভা শেষে উপকারভোগীদের মধ্যে আটটি আটো চার্জার গাড়ি, ২৮টি মিল্ক ক্যাপ এবং ৫টি খড় কাটা মেশিন বিতরণ করা হয়।
জেবি