ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বাসায় ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণ

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ , ০২:৪৫ পিএম


loading/img
ফাইল ছবি

আশুলিয়ায় এক গার্মেন্টস কর্মীকে (২০) তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাতে আশুলিয়ার গাজীরচটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এর আগে শনিবার রাতে ভুক্তভোগী গার্মেন্টস কর্মী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন।

আরও পড়ুন : স্বামীকে চা খেতে পাঠিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, আ.লীগ নেতাকে গণধোলাই

অভিযুক্তরা হলো- আশুলিয়ার গাজীরচট দরগাড়পাড়ের মোখলেস হোসেনের ছেলে সাইফুল ইসলাম বাবু ও আরিফ, একই এলাকার আনোয়ার হোসেনর ছেলে আবু বক্কর ও নান্নু মোল্লার ছেলে রানা মোল্লা।

ভুক্তভোগী ও পুলিশ জানান, ভুক্তভোগী গার্মেন্টস কর্মী কারখানার ছুটি শেষে গত বুধবার রাত ৮টার দিকে আশুলিয়ার গাজিরচট এলাকায় বান্ধবীর বাসা থেকে নিজ ভাড়া বাসায় ফেরার পথে পরিচিত দুই পুরুষ সহকর্মীর সাথে কথা বলছিল। এসময় অভিযুক্ত ৪ জন দুই পুরুষ সহকর্মীকে মারধর করে তাড়িয়ে দিয়ে ওই নারীকে তুলে নিয়ে সাইফুল ইসলাম বাবুর বাড়িতে একটি পরিত্যক্ত ঘরে দলবেঁধে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে ভুক্তভোগী নারী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে ভোরে পুলিশ ৪ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হবে।

আরও পড়ুন : 

বিজ্ঞাপন

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে রোববার ভোরে চার জনকে আটক করা হয়েছে। মামলা দায়ের শেষে দুপুরে তাদের গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে। একই সঙ্গে ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |