ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

২৯ হাজার টাকার পাঙাশ ধরা খেলো এক টাকার বড়শিতে

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১ , ০৫:২৭ পিএম


loading/img
ছবি সংগৃহীত

কবির হোসেন নামে এক যুবক বরগুনার বলেশ্বর নদীতে এক টাকার বড়শি দিয়ে ৩২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরেছেন।

বিজ্ঞাপন

আজ সোমবার ভোরে বলেশ্বর নদীর পদ্মা স্লুইসগেট এলাকা থেকে মাছটি ধরেন তিনি। পরে তিনি মাছটি ২৯ হাজার টাকায় বিক্রি করা হয়।

কবির বলেন, বলেশ্বর নদীতে আমি নিয়মিত বড়শি দিয়ে মাছ শিকার করি। এরই ধারাবাহিকতায় রোববার রাতে বড়শি ফেলে আজ সকাল ছয়টায় দিকে তুলতে যাই। তখন দেখি বড় পাঙাশ মাছটি বড়শিতে ধরা পড়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যে বড়শিতে মাছটি ধরা পড়েছে এর দাম মাত্র এক টাকা।

৩২ কেজি ওজনের মাছটি কেনেন ইউনুস নামের এক ব্যক্তি।

তিনি বলেন, মাছটি ২৯ হাজার টাকায় কিনে কেটে বিক্রি করার জন্য পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়েছি। মাছটি দেখার জন্য উৎসুক মানুষ বাজারে বিক্রি করেছেন।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |