ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ঈদের কাপড়ের প্রসঙ্গের পরই নাতির লাঠির আঘাতে দাদির মৃত্যু!

টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১২ মে ২০২১ , ০৮:৫৯ পিএম


loading/img
ঈদের কাপড়ের প্রসঙ্গের পরই নাতির লাঠির আঘাতে দাদির মৃত্যু!

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নাতির লাঠির আঘাতে শরিফুন্নেছা (৬৬) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১২ মে) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার দেবলচালা গ্রামের নাজমুল (২১) নামের এক যুবক ঐ বৃদ্ধার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়।

বিজ্ঞাপন

অভিযুক্ত নাজমুল সম্পর্কে ওই বৃদ্ধার ছেলের ঘরের নাতি। ঘটনার পরপরই নাজমুল বাড়ি থেকে পালিয়ে যায়। নিহত শরিফুন্নেছা ওই এলাকার আবদুল বাছেদ মিয়ার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, নাতি নাজমুল ভ্যান চালিয়ে বাড়ি এসে ঈদের কাপড় কেনাকাটার প্রসঙ্গ তুলে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে দাদির মাথায় আকস্মিকভাবে মোটা কাঠের টুকরো দিয়ে আঘাত করে। এ সময় দাদি শরিফুন্নেছা মাটিতে লুটিয়ে পড়েন। মাথা ফেটে রক্তক্ষরণ হলে হাসপাতালে নেয়ার সময় মৃত্যু হয় তার। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করেনি।

বিজ্ঞাপন

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |