ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ঈদ উপহার আনতে গেল মা, বাড়ির পাশে নৌকায় শিশুকে ধর্ষণ করল ফকির 

পটুয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ মে ২০২১ , ১২:৩০ পিএম


loading/img
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে এক কন্যা শিশুকে (৬) বাড়ির কাছেই খালে রাখা নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগ তুলেছেন নির্যাতিত শিশুটির মা।

বিজ্ঞাপন

বুধবার (১২ মে)  কলাপাড়া থানায় দায়ের করা মামলার একমাত্র আসামি ইউসুফ ফকির পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। 

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ মে) দুপুরে দুই কন্যা শিশুকে বাড়িতে রেখে তাদের মা সরকারের দেয়া ঈদ উপহারের ৪৫০ টাকা আনতে মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদে যান। তাদের বাবা ছিলেন সমুদ্রে মাছ শিকারে ব্যস্ত। এ সময় বাড়িতে ইউসুফ ফকির গিয়ে ভুক্তভোগী শিশুকে চানাচুর কিনে দেয়ার কথা বলে পশ্চিম মধুখালী খালের ঘাটে বাধা একটি নৌকায় নিয়ে কৌশলে তাকে ধর্ষণ করে। পরে তার মা বাড়িতে ফিরলে তাকে ধর্ষণের কথা খুলে বলে শিশুটি। 

বিজ্ঞাপন

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আসামি ইউসুফ ফকিরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। শিশুটিকে ডাক্তারি পরিক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |