ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

চালককে নির্মমভাবে হত্যা করে অটোভ্যান ছিনতাই

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ , ০৫:১২ পিএম


loading/img
প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে শামিম হোসেন (৩০) নামের এক ব্যাটারিচালিত অটোভ্যান চালককে হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা করে অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলার নশরৎপুর-কড়ই সড়কের ধনতলা মানকাহার নামক স্থানে মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শামিম হোসেন নওগাঁ জেলার রানীনগর উপজেলার বেলতা গ্রামের সেকেন্দার আলীর ছেলে। এ ঘটনায় নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শামিম হোসেন রানীনগর ও আদমদীঘি উপজেলার বিভিন্ন সড়কে তার ব্যাটারিচালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। বুধবার (২৩ জুন) বিকেলে যাত্রী নিয়ে আদমদীঘির নসরৎপুর এলাকায় আসে। রাতে নশরৎপুরের ধনতলা মানকাহার নামক স্থানে রাস্তায় দুর্বৃত্তরা তার পথরোধ করে হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে অটোভ্যান ছিনতাই করে নেয়। বৃহস্পতিবার সকাল ১০টায় পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। 

বিজ্ঞাপন

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান চালক শামিম হোসেনকে হত্যা করে তার অটোভ্যানটি ছিনতাই করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |