সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার গারামাসী মহল্লার একটি পরিত্যক্ত ডোবা থেকে আবিদা খাতুন নামে নিখোঁজ ৫ বছরের এক বাকপ্রতিবন্ধী কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (২৫ জুন) সকাল ১১টা থেকে নিখোঁজ থাকার পর আজ শনিবার (২৬ জুন) সকাল সোয়া ৬টার দিকে নিখোঁজ আবিদা খাতুনের বাড়ী থেকে কিছু দূরে অবস্থিত গারামাসী মহল্লার একটি পরিত্যক্ত ডোবা থেকে ভাসমান অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করে বেলকুচি থানা পুলিশ।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, বেলকুচি পৌর এলাকার গারামাসী পূর্বপাড়া মহল্লার বাসিন্দা হাফিজজুর রহমানের ৫ বছর বয়সের বাকপ্রতিবন্ধী মেয়ে আবিদা খাতুন গতকাল শুক্রবার খেলার এক পর্যায়ে সকাল ১১টা থেকে নিখোঁজ হয়। এরপর বাড়ীর পিছনের ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে পরিবার এবং পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এদিকে এই মৃত্যুর সঙ্গে কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে বলে ধারণা করছে নিহতের পরিবার।
এমআই