ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

স্কুলে বিয়ে আয়োজনের অনুমতি না দেয়ায় শিক্ষককে লাঞ্ছিত

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৪ জুলাই ২০২১ , ০৭:২২ পিএম


loading/img
গ্রেপ্তারকৃত যুবদল নেতা মিয়া মো. হারুন খান

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকার একটি স্কুলের মধ্যে বিয়ের অনুষ্ঠানের অনুমতি না দেয়ায় প্রধান শিক্ষককে যুবদল নেতা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

পুলিশ  সূত্রে জানা যায়, খান সাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে আছেন মো.নিজাম উদ্দিন। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো.একরাম মিয়া বিদ্যালয়ে তার মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য অনুমতি চান। কিন্তু করোনার জন্য বন্ধ থাকা বিদ্যালয়ে বিয়ের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেননি তিনি। 

এদিকে অনুমতি ছাড়াই গত ২৫ জুন সেখানে বিয়ের আয়োজন করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপর বিদ্যালয়ে মেয়ের বিয়ে হতে না দেয়ায় শিক্ষকদের স্কুলে আসতে নিষেধ করেন একরাম সহ তার সহযোগীরা। 

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রধান শিক্ষক শিক্ষা বোর্ডে অভিযোগ করলে গত ৩০ জুন পাঁচলাইশ ও ডবলমুরিং থানা শিক্ষা অফিসার মো. শফিউল আলমের নেতৃত্বে একটি তদন্ত দল স্কুলে আসে। এ সময় প্রধান শিক্ষকসহ আরও কয়েকজন শিক্ষকও বিদ্যালয়ে আসেন। এ সময় তাদের আসতে দেখেই জোরপূর্বক স্কুলে ঢোকেন একরাম মিয়ার ভাই চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি মিয়া মো. হারুন খান। তার সঙ্গে যোগ দেন আরেক ভাই জানে আলম, স্থানীয় তরুণ মো. মাসুদ, মো. প্রিন্স ও আল নাহিয়ান। তারা প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে টেবিল চাপড়ে প্রধান শিক্ষককে দেখে নেয়ার হুমকি দেন তারা।

এ বিষয়ে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন আরটিভি নিউজকে জানান, এ ঘটনায় শনিবার (৩ জুলাই) প্রধান শিক্ষক মামলা দায়ের করলে রাতেই প্রধান আসামি যুবদল নেতা মিয়া মো. হারুন খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাকি আসামিরা আত্মগোপনে চলে যান। 

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |