ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট 

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৮ জুলাই ২০২১ , ১১:৩৬ পিএম


loading/img
মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট 

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (১৮ জুলাই) ভোর থেকে সড়কটিতে যানজটের সৃষ্টি হয়। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাভাবিক গতিতে চলাচল করে যানবাহন। কিন্তু সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে গাড়ির চাপ। 

যানজটের বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত আরটিভি নিউজকে বলেন, আজ রোববার ভোর থেকে মহাসড়কের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত যানবাহনের ধীরগতি ছিল। দুপুরের পর থেকে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করলেও সন্ধ্যার পর থেকে গাড়ির চাপ ধীরে ধীরে বাড়ছে। ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ধীরগতিতে যানবাহন চলাচল করছে। 

বিজ্ঞাপন

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |