ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নারী খুন, টাকা উধাও

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০২ আগস্ট ২০২১ , ১১:৫০ পিএম


loading/img
ফাইল ছবি

ফতুল্লায় কাশিপুরের হাটখোলায় রহিমা বেগম (৭৮) নামক এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (০২ আগস্ট) সকালে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ। জানা গেছে, বৃদ্ধার ঘরে জমি বিক্রির ৪ লাখ টাকা ছিলো।
 
নিহতের বড় ছেলে মোস্তফা আরটিভি নিউজকে জানিয়েছেন, তারা তিন ভাই এবং তিন বোন। বাড়িটিতে তিন বোন ও এক ভাই বসবাস করেন। তার মা রহিমা বেগম একই বাড়িতে ছোট ভাই মহসিনের সাথে একই রুমে থাকতো। তার ছোট ভাই মহসিন বেশ কয়েক বছর যাবৎ অসুস্থ। তবে গত কয়েকদিন ধরে তার ছোট ভাই মহসিন কাজের জন্য বাইরে রয়েছে। যার জন্যে ঘরটিতে তার মা একাই থাকছেন। 

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ছোট ভাইয়ের চিকিৎসার জন্য সম্প্রতি তার মা জমি বিক্রি করে ঘরে চার লাখ টাকা রেখেছিলো। গতকাল সে টাকা পাওয়া যায়নি।

সোমবার সকাল সাড়ে আটটার দিকে ফুফাতো বোন হামিদা তার মাকে ডাকতে গিয়ে দেখতে পায় যে ঘরের দরজা খোলা এবং তার মায়ের দেহ খাটের উপরে রয়েছে। ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে তাকে সহপরিবারে অপর সদস্যদের খবর দেয়। খবর পেয়ে তারা ছুটে এসে দেখতে পায় তার মায়ের দেহ খাটের উপরে রয়েছে এবং গলায় ওড়না পেচাঁনো ও চেহারা বালিশ-কাথাঁ দিয়ে ঢাকা।

বিজ্ঞাপন

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান আরটিভি নিউজকে জানিয়েছেন, আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে রহিমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। তদন্ত রিপোর্ট পেলে হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু সে সম্পর্কে নিশ্চিত হয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের ছেলে মেয়েদের থানায় ডেকে এনে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |