নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দেশীয় অস্ত্র ও ককটেলসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ আগস্ট) গভীর রাতে মাধবদী থানার বধুয়াদী গ্রামের খালপাড়ে পুরনো কবরস্থানে ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয়।
মাধবদী থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামান জানান, সোমবার (২ আগস্ট) গভীর রাতে মাধবদী থানার বধুয়াদী গ্রামের খালপাড়ে পুরনো কবরস্থানে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সরদার ও একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি ইব্রাহিমসহ মো. রনি ওয়াহেদ, আনোয়ার হোসেন ও আল-আমিনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েক জন পালিয়ে যায়। তাদের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে ৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
জিএম