ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

সুদের টাকা না পেয়ে গাছে বেঁধে রাখল যুবককে

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৮ আগস্ট ২০২১ , ০৬:৫৮ পিএম


loading/img
ফাইল ছবি

নেত্রকোনায় শিকল দিয়ে গাছে বাঁধা অবস্থায় শামছু মিয়া (৪৫) নামের এক দিনমজুরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মো. হানিফ (৩০) ও তার ছোট ভাই মো. আল-আমিনকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৮ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে একই দিন সকালে এ ঘটনায় শামছু মিয়া বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সদরের চল্লিশা ইউনিয়নে প্রায় বছরখানেক আগে হানিফ ও আল-আমিন তাদের চাচাতো ভাই শামছু মিয়াকে সুদে টাকা ধার দেন। এর পরে পাওনা ২০ হাজার টাকা দিতে না পারায় শনিবার (৭ আগস্ট) রাতে শামছু মিয়াকে ওই গ্রামের একটি সুপারি গাছে শিকলে বেঁধে রাখেন তারা।

বিজ্ঞাপন

এ সময় স্থানীয়রা প্রথমে নির্যাতনের শিকার শামছুকে ছাড়িয়ে দিতে চেষ্টা করেন। কিন্তু তাতে প্রতিপক্ষের লোকজন বাধা দিলে তারা বিষয়টি নেত্রকোনা মডেল থানার পুলিশকে অবগত করেন। পরে পুলিশ গিয়ে ওই দিনমজুরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, এই সংবাদ পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। আমরা সংশ্লিষ্ট ধারায় মামলা নিয়ে ঘটনায় জড়িত দুই ভাইকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। 

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |