ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

বিএনপির নেতাকে না পেয়ে ছেলেকে থানায় নিলো পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ , ১১:৩২ এএম


loading/img

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবির বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তাকে বাসায় না পেয়ে তার ছোট ছেলে প্রীতমকে (২০) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এমনটাই অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

বুধবার (৭ ডিসেম্বর) রাত ২টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার প্রিয়ম টাওয়ারে এই অভিযান চালানো হয়।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জানান, বুধবার রাতে হঠাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা আমার বাড়ি ঘিরে ফেলে। এ সময় বাসার ভেতরে ঢুকে আমাকে খুঁজতে শুরু করে। পরে বাসায় তল্লাশি চালিয়ে সেখানে আমার কোনো সন্ধান না পেয়ে, আমার ছোট ছেলে প্রীতমকে ধরে নিয়ে চলে যায় পুলিশ। 

বিজ্ঞাপন

মনিরুল ইসলাম রবির সহধর্মিনী নিলুফার ইয়াসমিন জানান, বুধবার রাতে পুলিশ বাসায় এসে আমার ছোট ছেলেকে আটক করে নিয়ে গেছে। আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, বুধবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম রবির ছেলেকে থানায় আনা হয়েছে। এখনও তার বিরুদ্ধে আটক বা গ্রেপ্তারর দেখানো হয়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |