ঢাকাবৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

শোক দিবসের আলোচনা সভায় গোলাগুলি

চট্রগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ৩০ আগস্ট ২০২১ , ০৮:৫০ পিএম


loading/img
ফাইল ছবি

চট্রগ্রামে চন্দনাইশে শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের কর্মসূচিতে প্রতিপক্ষের হামলা-গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুলিবিদ্ধ হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম মহাসড়ক দুঘণ্টা বন্ধ থাকার পর পুণরায় চালু হয়েছে।

চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া বলেন, একটি সভায় দুই গ্রুপের মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করেছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, শোকসভায় ছাত্রলীগের নতুন কমিটির আহ্বায়ক বক্তব্য দিতে উঠলেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই গ্রুপ মারামারিতে জড়ায়। সভা শেষ হওয়ার পর গুলিতে তিন চার জন আহত হন। আমি শহরে চলে যাচ্ছি। এলাকায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এমআই/এমএন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |