গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) নবাগত মহাপরিচালক এস এম আরশাদ ইমাম।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।
এ সময় বাপার্ডের পরিচালক ড. মোঃ আলমগীর হোসেন, কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবী, উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, মোঃ আব্দুল গনি মিনাসহ বাপার্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি এই দিন সকালে মহাপরিচালক হিসেবে বাপার্ডে যোগদান করেন।
এস এম আরশাদ ইমাম সরকারের একজন যুগ্ম সচিব এবং তিনি বিসিএস ১৮তম ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য। বাপার্ডে যোগদানের আগে তিনি পাট অধিদপ্তরের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
এস এম আরশাদ ইমাম ১৬ নভেম্বর ১৯৭২ সালে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার সহধর্মিণী ডাঃ আফরোজা খানম একটি বেসরকারি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই ছেলের বাবা।
বাপার্ডের নবাগত মহাপরিচালক এস এম আরশাদ ইমাম আরটিভি নিউজকে বলেন, জাতির পিতার নামে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে যোগদান করতে পেরে আমি আনন্দিত। আমি আমার মেধা ও শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।
পি