ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১১ অক্টোবর ২০২১ , ০২:৪৯ পিএম


loading/img
দণ্ডপ্রাপ্ত মো. মোস্তফা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কুপিয়ে মা মরিয়ম বেগমকে (৭০) হত্যার দায়ে ছেলে মো. মোস্তফাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। 

বিজ্ঞাপন

সোমবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন। 

ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কবীর উদ্দিন ভূঁইয়া জানান, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর ভালুকা উপজেলার জামিরদিয়া ডুগুলিয়া পাড়া এলাকায় জমি-সংক্রান্ত ঘটনায় মাকে দা দিয়ে কুপিয়ে খুন করে ছেলে মো. মোস্তফা (৫০)। ঘটনার ওইদিনই নিহতের অন্য ছেলে শাহজালাল বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। 

বিজ্ঞাপন

এদিকে মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি আদালতে মো. মোস্তফাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ। এরই প্রেক্ষিতে সব সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সোমবার (১১ অক্টোবর) অভিযুক্ত মোস্তফার মৃত্যুদণ্ডের রায় দেন আদালতের বিচারক। 

জিএম/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |