ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ , ০৩:৪৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

কুমিল্লা নাঙ্গলকোটে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূ ঝর্ণা আক্তার হত্যার দায়ে স্বামী আব্দুর রবের মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

নিহত ঝর্ণা আক্তার নাঙ্গলকোট উপজেলার কান্দাল গ্রামের সামছুল হকের মেয়ে। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- একই উপজেলার বামবাতাবাড়িয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রব।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৩০ নভেম্বর রাতে যৌতুকের টাকা দেওয়া নিয়ে আব্দুর রবের সঙ্গে তার স্ত্রী ঝর্ণা আক্তারের ঝগড়া হয়। এক পর্যায়ে আব্দুর রব তার স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলেন। যৌতুকের দাবিতে রব তার স্ত্রীকে প্রায় নির্যাতন করতো। ১০ বছরের সংসারে ঝর্ণা-রব দম্পতির ২ মেয়ে ও এক ছেলে রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |