ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

রঞ্চিকে ফেরালেন মুস্তাফিজ, নিউজিল্যান্ড ৫৫/১

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১৭ মে ২০১৭ , ০৮:৪৫ পিএম


loading/img

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেয়া ২৫৮ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। শেষ খবর পর্যন্ত ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫৫ রান করেছে কিউইরা। টম লাথাম ২১ ও জর্জ ওয়ার্কার ৭ রান নিয়ে লড়ছেন।

বিজ্ঞাপন

কিছুক্ষণ আগে মুস্তাফিজুর রহমানের বলে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন লুক রঞ্চি (২৭)।

২৫৮ রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে নিউজিল্যান্ড। লুক রঞ্চি - টম লাথামের উদ্বোধনী জুটিতে ৩৯ রান তুলে ফেলে কিউইরা। 

বিজ্ঞাপন

এর আগে বুধবার ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৫৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন মারকুটে ওপেনার সৌম্য সরকার। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক। ৫১ রান করেন নির্ভশীল ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া ৪১ রান আসে মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে।

নিউজিল্যান্ডের হয়ে হামিশ বেনেট নেন সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নেন জেমস নিশাম ও ইশ সোধি।

ডিএইচ        

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |