ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ বাজার এলাকায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত হয়েছে কমপক্ষে চারজন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া।
তিনি আরটিভি নিউজকে জানিয়েছেন, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে একটি লরি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মুহুরীগঞ্জ বাজারে ঢুকে যায়। এতে পথচারীদের মধ্যে দুজন ঘটনাস্থলে প্রাণ হারান। আহত হয়েছে কমপক্ষে চারজন।
আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। লরিটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এমআই/টিআই