নওগাঁর বদলগাছী উপজেলায় অজ্ঞাতনামা এক নারীর মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। গত (৫ নভেম্বর) শুক্রবার দুপুরে উপজেলার গোবরচাঁপাহাটের সেতুর পাশে একটি কলাবাগান থেকে মাথার খুলিটি উদ্ধার করা হয়।
গত শনিবার বদলগাছীর জগৎনগর গ্রামের ধানখেত থেকে বস্তাবন্দী অবস্থায় একটি পা উদ্ধার করা হয়েছিল। পরে গত মঙ্গলবার জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের তুলসীগঙ্গা নদীর শ্মশানঘাটি এলাকায় বস্তাবন্দী অবস্থায় মাথা ও হাত-পা বিহীন অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।বদলগাছীতে উদ্ধার হয়েছে মাথার খুলি এবং আক্কেলপুরে পা, হাত-পা বিহীন উদ্ধার হওয়া মরদেহ হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে এক ব্যক্তি গোবরচাঁপাহাটের সেতুর পাশে ফসলি জমির খেতে কাজ করতে যান। তিনি পাশের জহুরুলের কলাবাগানে একটি বস্তার পাশে মাথার খুলি ও লম্বা চুল এবং চুল আটকানোর ক্লিপ পড়ে থাকতে দেখেন। লোকটি সেখান থেকে ফিরে ঘটনাটি জানানো হয়েছে। এরপর ঘটনাটি বদলগাছী থানায় জানানো হয়েছে। বেলা দুইটায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার খুলিটি উদ্ধার করে। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশও ঘটনাস্থলে এসেছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, গোবরচাঁপাহাটের সেতুর পাশে একটি কলাবাগানে অজ্ঞাতনামা নারীর মাথার খুলি পাওয়া গেছে। এর আগে বস্তাবন্দী একটি পা উদ্ধার করা হয়। মাথার খুলির ডিএনএ টেস্ট করা হবে। দুর্বৃত্তরা ওই নারীকে পরিকল্পতভাবে হত্যা করে মরদেহ বিভিন্ন অংশ কেটে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে দিয়েছে। মরদেহটি কেউ যেন চিহ্নিত করতে না পারে, সেই জন্য দুর্বৃত্তরা এই কাজ করছে।
এমআই