ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

নওগাঁ বাইপাস: সরু সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল

আরিফুল হক সোহাগ

শুক্রবার, ২১ মার্চ ২০২৫ , ০২:১৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

নওগাঁর শহর বাইপাস সড়ক, একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ। যা প্রতিদিন হাজারও যানবাহন চলাচলের মাধ্যম। তবে এই সড়কের প্রশস্ততা কম থাকায় ঘটছে একের পর এক দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। অথচ সড়ক প্রশস্তকরণের কাজ আটকে আছে টেন্ডারের জটিলতায়। 

বিজ্ঞাপন

নওগাঁ শহরের বাইপাস সড়কটি ৮ কিলোমিটার দীর্ঘ। সড়কটির দুই প্রান্তে ৩৪ ফুট প্রশস্ত মহাসড়ক থাকলেও মাঝের এই অংশটি মাত্র ১৮ ফুট চওড়া। ফলে ভারী যানবাহনের চলাচলে প্রতিনিয়ত ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।

প্রতিদিনই এখানে দুর্ঘটনা ঘটে, অনেক মানুষ মারা যাচ্ছে। দ্রুত যদি রাস্তা প্রশস্ত করা না হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে।

বিজ্ঞাপন

‘রাস্তাটা খুবই সরু, একসঙ্গে দুটি বড় গাড়ি ক্রস করতে পারে না, এজন্য দুর্ঘটনা লেগেই আছে।’ গত ১১ মার্চ শহরের খলিশাকুড়ি মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী। এমন মর্মান্তিক দুর্ঘটনা নওগাঁবাসীর জন্য নিত্যদিনের দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে।

জেলা সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক বলেন, বাইপাস সড়কের দুই প্রান্ত ৩৪ ফুট প্রশস্ত হওয়ায় ভারী যানবাহন এই পথে চলাচল করে। মাঝের অংশ সরু হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেশি। প্রকল্প অনুমোদন হয়েছে, তবে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়ায় কিছু বিলম্ব হচ্ছে।

এদিকে নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রধান সদস্য এবং সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু বলেন, যত দ্রুত সম্ভব এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে, না হলে আরও প্রাণহানি ঘটবে। সড়কটি প্রশস্তকরণের কাজ দ্রুত বাস্তবায়ন করা গেলে নওগাঁবাসীর জন্য এটি হবে নিরাপদ চলাচলের অন্যতম পথ। এখন শুধু কর্তৃপক্ষের কার্যকর সিদ্ধান্তের অপেক্ষা।

বিজ্ঞাপন

নওগাঁ সড়ক বিভাগ সূত্র জানায়, ৩৪ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে এই সড়ক ৩৪ ফুট প্রশস্তকরণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে দীর্ঘ ৬ মাসেও ঠিকাদার নিয়োগ সম্পন্ন না হওয়ায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |