ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

রশিতে পেঁচিয়ে জেলের মৃত্যু

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৭ নভেম্বর ২০২১ , ১১:৪০ এএম


loading/img
ফাইল ছবি

গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় পরিমল মিত্র (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে বরগুনার পাথরঘাটা এলাকার দক্ষিণ বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। পরে ওই দিন রাত ২টার দিকে মরদেহ সুরতহাল করে পাথরঘাটা থানা–পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়।
নিহত পরিমল মিত্র পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার নকুল চন্দ্র মিত্রের ছেলে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা গোলাম চৌধুরী আরটিভি নিউজকে জানিয়েছেন, গত মঙ্গলবার দুপুরে মাছ শিকারের জন্য আহম্মেদ মিস্ত্রির মালিকানাধীন ট্রলারে সাগরে যায় পরিমল মিত্র। সেখানে মাছ শিকারের সময় সাগরে গ্রাফি ফেললে সেই গ্রাফির রশিতে পা পেঁচিয়ে সাগরে পড়ে প্রায় ১০০ হাত পানির নিচে ডুবে যায় পরিমল। পরবর্তীতে ট্রলারে থাকা অন্যান্য জেলেরা বিষয়টি টের পেয়ে রশি টেনে তুললে পরিমল মিত্রকে রশির সঙ্গে প্যাঁচানো অবস্থায় মৃত উদ্ধার করে।
পাথরঘাটা থানা-পুলিশের উপপরিদর্শক আবু জাফর আরটিভি নিউজকে বলেন, রাত ১১টার দিকে পরিমল মণ্ডলের মরদেহ তার বাড়িতে এসে পৌঁছায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল করে। এরপর রাত দুইটার দিকে পাথরঘাটা থানায় নিয়ে আসা হয়। পরে রোববার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এমআই/টিআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |